Logo

ভারতে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নোট উদ্ধার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৫:১৩
16Shares
ভারতে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নোট উদ্ধার
ফাইল ছবি।

ভারতের পশ্চিমবঙ্গের রাইগঞ্জে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নোট উদ্ধার করেছে কাস্টমস বিভাগ।

বিজ্ঞাপন

টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে দুই যুবককে ধাওয়া দেওয়ার সময় এই নোটগুলো পাওয়া যায়।

নোটগুলো সম্পূর্ণ নতুন এবং আগে কখনো ব্যবহার হয়নি। তবে এত বড় পরিমাণ বাংলাদেশি নোট ভারতে কিভাবে এসেছে, তা এখনো স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

প্রাথমিক তথ্য অনুযায়ী, কাস্টমস দল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি এলাকায় পৌঁছালে তারা লক্ষ্য করেন, দুই যুবক নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল চালাচ্ছেন। থামতে বললে তারা থামার ভান করেন, পরে হঠাৎ মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করেন। ধাওয়ার সময় যুবকেরা রাস্তায় টাকা ফেলে পালিয়ে যান।

কাস্টমস কর্মকর্তারা বাণ্ডিলগুলো জিম্মায় নিয়ে পরীক্ষা করে দেখেন, সেখানে মোট ৬০ হাজার নোট, অর্থাৎ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা রয়েছে।

বিজ্ঞাপন

রাইগঞ্জ পুলিশ সুপার অনুজ কুমার দাস জানান, এর আগে এত বড় পরিমাণ বাংলাদেশি নোট এখানে উদ্ধার হয়নি। এছাড়া পালিয়ে যাওয়া যুবকদের একজন ভলান্টিয়ারের জ্যাকেট পরেছিলেন।

বর্তমানে এই ঘটনার তদন্ত চলছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD