লোহিত সাগর থেকে দুই বাংলাদেশি উদ্ধার সৌদি বর্ডার গার্ডের

সৌদি আরবের মক্কা অঞ্চলের আল-লিথ প্রশাসনিক এলাকার সীমান্তরক্ষীরা লোহিত সাগর থেকে দুই বাংলাদেশিকে সফলভাবে উদ্ধার করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সৌদি সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট এই খবর নিশ্চিত করেছে।
সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশিদের নৌকা ভেঙে যাওয়ায় তারা বিপদের মুখে পড়েন। সৌদি বর্ডার গার্ডের সদস্যরা দ্রুত পৌঁছে তাদের উদ্ধার করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
বিজ্ঞাপন
সৌদি বর্ডার গার্ডের পরিচালক সকলকে সতর্ক করে বলেন, সমুদ্রে যাত্রার আগে নৌকা বা জাহাজের সুরক্ষা ও চলাচলের যোগ্যতা নিশ্চিত করা প্রয়োজন। জরুরি প্রয়োজনে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে ফোন করার কথাও তিনি মনে করিয়ে দিয়েছেন।








