ইতালি পাকিস্তানিদের জন্য বরাদ্দ করল ১০,৫০০ চাকরি

ইতালির সরকার পাকিস্তানি কর্মীদের জন্য ১০,৫০০টি চাকরি বরাদ্দ করেছে। পাকিস্তানের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
চাকরিগুলো প্রধানত জাহাজভাঙা, স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে, এছাড়া ওয়েল্ডিং, টেকনিক্যাল সার্ভিস, রান্না, রেস্তোরাঁ কর্মী ও গৃহকর্মী হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।
চুক্তি অনুযায়ী আগামী তিন বছরে প্রতি বছর ৩,৫০০ জন পাকিস্তানি বৈধভাবে ইতালিতে কাজ করতে পারবে।
বিজ্ঞাপন
প্রবাসী কল্যাণ মন্ত্রী সালিক হুসাইন বলেন, এটি পাকিস্তানের জন্য একটি মাইলফলক এবং ইউরোপের শ্রমবাজারে অবস্থান শক্তিশালী করার সুযোগ।
চুক্তি বাস্তবায়নের জন্য ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তান-ইতালি যৌথ ওয়ার্কিং কমিটি কাজ করবে।








