Logo

ভারতীয়দের বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে সৌদি আরব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫৮
10Shares
ভারতীয়দের বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে সৌদি আরব
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কথা বারবার আলোচনায় এলেও, ভারত সরকার প্রকাশিত সাম্প্রতিক তথ্য এক চাঞ্চল্যকর চিত্র তুলে ধরেছে।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২১–২০২৫ সালে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে, যুক্তরাষ্ট্রের তুলনায়। প্রধান কারণ ভিসা জালিয়াতি, শ্রম আইন লঙ্ঘন, কাজের অনুমতি ছাড়া চাকুরি ইত্যাদি।

সৌদি আরব থেকে বহিষ্কারের সংখ্যা: ২০২১: ৮,৮৮৭ জন, ২০২২: ১০,২৭৭ জন, ২০২৩: ১১,৪৮৬ জন, ২০২৪: ৯,২০৬ জন, ২০২৫ (ডিসেম্বর পর্যন্ত): ৭,০১৯ জন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে একই সময়ে বহিষ্কৃত ভারতীয় নাগরিক: ৩,৪১৪ জন, যা সৌদি আরবের সংখ্যার তুলনায় অনেক কম।

অন্যান্য দেশ থেকে বহিষ্কার: মিয়ানমার: ১,৫৯১ জন, সংযুক্ত আরব আমিরাত: ১,৪৬৯ জন, মালয়েশিয়া: ১,৪৮৫ জন, বাহরাইন: ৭৬৪ জন।

বিজ্ঞাপন

থাইল্যান্ড ও কম্বোডিয়া থেকেও কয়েকশ ভারতীয় ফেরত পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা ও কল্যাণ সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশে শ্রম আইন সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD