Logo

সুইজারল্যান্ড পূর্ণাঙ্গ আক্রমণে নিজেদের রক্ষা করতে পারবে না: সেনাপ্রধান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৫:১৫
3Shares
সুইজারল্যান্ড পূর্ণাঙ্গ আক্রমণে নিজেদের রক্ষা করতে পারবে না: সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের সশস্ত্র বাহিনীর প্রধান টমাস সুয়েসলি বলেছেন, দেশটি যদি পূর্ণাঙ্গ আক্রমণের মুখোমুখি হয়, তখন নিজেদের পুরোপুরি রক্ষা করতে সক্ষম হবে না। তাই রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় সামরিক ব্যয় বাড়ানো জরুরি।

বিজ্ঞাপন

সুইস সেনাপ্রধান জানান, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সাইবার আক্রমণ প্রতিরোধের জন্য কিছু প্রস্তুতি থাকলেও বড় ধরনের সরঞ্জাম ঘাটতির কারণে প্রকৃত জরুরি পরিস্থিতিতে সৈন্যদের মাত্র এক-তৃতীয়াংশ সম্পূর্ণ সজ্জিত থাকবে।

দেশটি সামরিক আধুনিকীকরণের জন্য কাজ করছে—আর্টিলারি ও স্থলব্যবস্থা উন্নত করা হচ্ছে এবং পুরনো যুদ্ধবিমানগুলোকে এফ-৩৬এ বিমান দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। তবে এই পরিকল্পনা বাজেটকে চাপের মধ্যে ফেলেছে।

বিজ্ঞাপন

সুইজারল্যান্ডে সামরিক মনোভাব দীর্ঘদিন অপরিবর্তিত থাকলেও, ইউক্রেনে যুদ্ধ এবং রাশিয়ার প্রভাবের কারণে বিষয়টি নতুন করে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সুয়েসলি জানিয়েছেন, দেশটির নিরপেক্ষতার উপর অতিরিক্ত ভরসা এবং সংঘাত অভিজ্ঞতার অভাব এই পরিস্থিতি তৈরি করেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD