সৌদি আরবে এক সপ্তাহে সাড়ে ১৯ হাজার প্রবাসী আটক

আবাসন, শ্রম ও সীমান্ত সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে ১৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
বিজ্ঞাপন
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রবিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, গত ১৮ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবজুড়ে পরিচালিত বিশেষ নিরাপত্তা অভিযানে মোট ১৯ হাজার ৮৭৭ জন প্রবাসীকে আটক করা হয়েছে। অবৈধ অবস্থান, কাজের অনুমতি ছাড়া কর্মসংস্থান এবং সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এই অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে আবাসন আইন ভাঙার দায়ে ১১ হাজার ৯৯১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৮০৮ জন এবং শ্রম আইন ভাঙার কারণে ৩ হাজার ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন নিরাপত্তা সংস্থা যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।
এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের সময় আরও ১ হাজার ৩১২ জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ার নাগরিক ৫৫ শতাংশ, ইয়েমেনের নাগরিক ৪৪ শতাংশ এবং অন্যান্য দেশের নাগরিক ১ শতাংশ।
একই সময়ে অবৈধ পথে সৌদি আরব ছাড়ার চেষ্টার অভিযোগে ৪৬ জন প্রবাসীকে আটক করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার দায়ে সৌদিতে বসবাসরত ১৪ জন ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বর্তমানে মোট ২৮ হাজার ৯৩৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ২৭ হাজার ২৫৯ জন পুরুষ এবং ১ হাজার ৬৭৮ জন নারী। আটক প্রবাসীদের মধ্য থেকে ২০ হাজার ৩৭৮ জনকে ভ্রমণ নথি প্রস্তুতের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আরও ৪ হাজার ৪৬৫ জনের প্রত্যাবাসন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে এবং ইতোমধ্যে ১৩ হাজার ২৪১ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সৌদি আরবে অবৈধ অনুপ্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে বারবার সতর্কবার্তা দিয়ে আসছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রসঙ্গত, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস, যার একটি বড় অংশ বিদেশি শ্রমিক। অবৈধ অবস্থান ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশটিতে নিয়মিত ধরপাকড় অভিযান চালানো হচ্ছে।
সূত্র: গালফ নিউজ








