সিরিয়ায় বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত একাধিক

সিরিয়ার লাতাকিয়া, তারতুস ও জাবলেহ শহরে বিক্ষোভ চলাকালে প্রাণঘাতী সংঘর্ষে এক নিরাপত্তা সদস্যসহ বেশ কয়েকজন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত কয়েক ডজন মানুষ।
বিজ্ঞাপন
রবিবার (২৮ ডিসেম্বর) সিরিয়ার বিভিন্ন শহরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের সদস্যদের এ সংঘাত ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অধীনে সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় আটক হওয়া ব্যক্তিদের মুক্তি এবং তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে শত শত মানুষ তারতুস ও লাতাকিয়ার রাস্তায় নেমে আসে।
বিজ্ঞাপন
আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, লাতাকিয়ার আজহারি রাউন্ডঅ্যাবাউটে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে হতাহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে, তারতুস প্রদেশের বানিয়াস শহরের আল আনাজা পুলিশ স্টেশনে অজ্ঞাত হামলাকারীরা একটি হাতবোমা নিক্ষেপ করলে অন্তত দুই সেনা আহত হন।
সিরিয়ার কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। তবে তারা জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বিজ্ঞাপন
বিক্ষোভ ও সহিংসতার এই ঘটনাগুলো দেশটির উপকূলীয় অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কিছু সূত্র।








