ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, প্রাণ গেল ১৬ জনের

দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে অবস্থিত ওই বৃদ্ধাশ্রমে আগুন লেগে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় পুলিশ জানায়, রবিবার গভীর রাতে হঠাৎ করে বৃদ্ধাশ্রম ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় সেখানে অবস্থানরত অনেকেই বের হতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে সোমবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান অন্তরা নিউজকে বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আগুন লাগার পেছনে কোনো অবহেলা বা কারিগরি ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে, ইন্দোনেশিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল মেট্রো টিভি অগ্নিকাণ্ডের ভিডিওচিত্র সম্প্রচার করেছে। সেখানে দেখা যায়, ভয়াবহ আগুনের লেলিহান শিখা পুরো বৃদ্ধাশ্রম ভবনকে গ্রাস করেছে। আগুনের মধ্যে আটকে পড়া বাসিন্দারা জীবন বাঁচাতে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন।
মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বৃদ্ধাশ্রমটিতে বসবাসকারীদের বেশিরভাগই বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল ছিলেন। ফলে আগুন লাগার পর দ্রুত বেরিয়ে আসা তাদের পক্ষে সম্ভব হয়নি এবং অনেকে ভবনের ভেতরেই আটকা পড়ে যান।
বিজ্ঞাপন
ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্ত ও আহতদের চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের দুর্ঘটনা রোধে বৃদ্ধাশ্রম ও অনুরূপ প্রতিষ্ঠানগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।
সূত্র: রয়টার্স








