৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং

ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলের শৈলশহর দার্জিলিংতে শীতের তীব্রতা বেড়েছে। পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে শহরে তাপমাত্রা নেমেছে মাত্র ৪ ডিগ্রি সেলসিয়াসে।
বিজ্ঞাপন
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরের হাওয়ার কারণে তাপমাত্রা এই পর্যায়ে পৌঁছেছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, বরং ২ ও ৩ জানুয়ারি বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা আছে, যা তাপমাত্রা আরও কমিয়ে দিতে পারে।
দার্জিলিংয়ের শীতকালীন গড় তাপমাত্রা সাধারণত ৭–৮ ডিগ্রি সেলসিয়াস, তবে কখনো কখনো তুষারপাতের সময় এটি আরও কমে যায়। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা যেখানে তাপমাত্রা কম, সেগুলোর মধ্যে বীরভূম (৬.৫ ডিগ্রি), নদিয়া (৭ ডিগ্রি), সিউড়ি (৭.২ ডিগ্রি) ও আসানসোল (৭.৮ ডিগ্রি) উল্লেখযোগ্য।
বিজ্ঞাপন
কলকাতার অবস্থাও শীতের প্রতিফলন দেখাচ্ছে। মঙ্গলবার শহরের গড় তাপমাত্রা ১১ ডিগ্রি, সর্বনিম্ন রেকর্ড হয়েছে দমদমে ১০ ডিগ্রি। সল্টলেক ও হলদিয়ার তাপমাত্রা যথাক্রমে ১১.৪ এবং ১১.২ ডিগ্রি।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পঙ সহ অন্যান্য জেলায় আগামী ৪ দিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই।
বিজ্ঞাপন
সূত্র ; দ্য শিলং টাইমস








