মাদুরো আটক অভিযানে কোনো সেনা নিহত হয়নি: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরতে যাওয়া অভিযান চলাকালীন কোনো সেনা নিহত হয়নি। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে এই অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী ইউনিট ডেল্টা ফোর্স।
বিজ্ঞাপন
ট্রাম্প বলেন, চারদিন আগে মাদুরোকে আটক করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তখন আবহাওয়া খারাপ থাকায় অভিযান স্থগিত রাখা হয়েছিল। পরে অনুকূল আবহাওয়ার কারণে অভিযান সম্পন্ন হয়।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অভিযানটি আমি সরাসরি পর্যবেক্ষণ করেছি। আমাদের সেনারা যে পেশাদারিত্ব প্রদর্শন করেছে, তাদের নেতৃত্ব এবং ব্যবহৃত সরঞ্জামের কার্যকারিতা সত্যিই অসাধারণ। আমি অভিযান চলাকালীন ফ্লোরিডায় থাকা দলের সঙ্গে যোগাযোগের প্রতিটি মুহূর্ত শুনেছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কয়েকজন আহত হয়েছেন, কিন্তু আমাদের কোনো সেনার মৃত্যু হয়নি। এটি সত্যিই অসাধারণ।
ট্রাম্প আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং তা বিশ্বমঞ্চে হাস্যরসের সৃষ্টি করেছিল তার উল্লেখ করে বলেন, আমরা এখন আর হাসির পাত্র নই। আমাদের সেনারা পেশাদার এবং সংগঠিতভাবে কাজ করছে।
বিজ্ঞাপন
এই অভিযানকে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিডিয়ায় নজরদারি ও সমালোচনার পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানটি লক্ষ্যভিত্তিক এবং সীমিত আকারের ছিল, যাতে কমপক্ষে ক্ষতি এবং কোনো প্রাণহানি না হয়।
সূত্র: ফক্স নিউজ








