Logo

বাংলাদেশি ট্রলারসহ ২৪ জেলেকে ভারতের হেফাজতে নিল কোস্টগার্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি, ২০২৬, ১৭:৩৯
বাংলাদেশি ট্রলারসহ ২৪ জেলেকে ভারতের হেফাজতে নিল কোস্টগার্ড
ছবি: সংগৃহীত

বাংলাদেশি একটি মাছধরা ট্রলারসহ ২৪ জন জেলেকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। আটক ট্রলারটির নাম এফবি সাফওয়ান। পরে আটক জেলেদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা সূত্র জানায়, রোববার (১৮ জানুয়ারি) গভীর রাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি টহল জাহাজ আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি এলাকায় নজরদারি চালাচ্ছিল। এ সময় ভারতীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগে একটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটক করা হয়।

ট্রলারটিতে থাকা ২৪ জন জেলেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞাপন

সোমবার সকালে আটক ট্রলার ও জেলেদের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ এলাকায় নিয়ে আসা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে তাদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভারতীয় জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক জেলেদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD