Logo

বৈশ্বিক সহযোগিতা ‘মৃত্যুশয্যায়’ : জাতিসংঘ মহাসচিব গুতেরেস

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি, ২০২৬, ১৫:৩৭
বৈশ্বিক সহযোগিতা ‘মৃত্যুশয্যায়’ : জাতিসংঘ মহাসচিব গুতেরেস
ছবি: সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বর্তমান বৈশ্বিক সহযোগিতা প্রায় ‘মৃত্যুশয্যায়’ এবং এটি দুর্বল করতে কাজ করছে বিভিন্ন শক্তিশালী ক্ষমতাধর। তিনি এই মন্তব্য করেছেন জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উপলক্ষে লন্ডনের মেথডিস্ট সেন্ট্রাল হলে দেওয়া ভাষণে।

বিজ্ঞাপন

গুতেরেস বলেন, বর্তমান বিশ্ব বাস্তবিক অর্থেই আন্তর্জাতিক সহযোগিতার সংকটের মুখে দাঁড়িয়ে আছে। এই ভাষণটি ঐতিহাসিক গুরুত্ব রাখে কারণ ঠিক এই স্থানেই ৮০ বছর আগে অনুষ্ঠিত হয়েছিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশন।

তিনি বৈশ্বিক হুমকির মধ্যে উল্লেখ করেছেন জলবায়ু সংকট, নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা এবং দ্রুত বাড়তে থাকা প্রতিরক্ষা খাতের ব্যয়।

বিজ্ঞাপন

মহাসচিব জানিয়েছেন, গত বছর বিশ্বজুড়ে সামরিক ব্যয় দাঁড়িয়েছে ২.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা যুক্তরাজ্যের বর্তমান বৈদেশিক সহায়তা বাজেটের প্রায় ২০০ গুণ এবং দেশের মোট অর্থনীতির প্রায় ৭০ শতাংশের সমান।

জলবায়ুর বিষয়ে তিনি বলেন, “যখন বিশ্ব একের পর এক সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙছে, তখন জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর মুনাফা বাড়ছে। পাশাপাশি সাইবার জগতের অ্যালগরিদম মিথ্যা তথ্য ও ঘৃণা ছড়াচ্ছে, যা কর্তৃত্ববাদী শাসকদের নতুন নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে উঠছে।”

বিজ্ঞাপন

গুতেরেস আরও বলেন, “শক্তিশালী দেশ ও নেতাদের মধ্যে দায়মুক্তির সংস্কৃতি এবং শূন্য-সমষ্টির মানসিকতা ছড়িয়ে পড়ছে, যা বৈশ্বিক সহযোগিতাকে কার্যত মৃত্যুশয্যায় নিয়ে যাচ্ছে।”

তিনি আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক ঐক্য রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিয়ে দেশগুলোকে একতরফা নীতি পরিহার করে বহুপাক্ষিকতার পথে ফেরার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, আন্তোনিও গুতেরেসের মহাসচিব হিসেবে মেয়াদ শেষ হবে ২০২৬ সালে।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD