গাজার শান্তি উদ্যোগে পুতিনকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

গাজাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে গঠিত ‘বোর্ড অব পিস’-এ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজেই নিশ্চিত করেছেন ট্রাম্প।
বিজ্ঞাপন
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গাজা সংকট ও বৈশ্বিক দ্বন্দ্ব নিরসনে কাজ করার লক্ষ্যে গঠিত এই বোর্ডে পুতিনকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই পশ্চিমা বিশ্বে কূটনৈতিকভাবে অনেকটাই একঘরে হয়ে পড়ে রাশিয়া। এমন প্রেক্ষাপটে পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানানোর ঘটনাকে আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
বোর্ড অব পিসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। এ উদ্যোগে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশের শীর্ষ নেতারা।
প্রাথমিকভাবে বোর্ড অব পিস গাজার চলমান সংকট নিরসনে কাজ শুরু করবে। পরবর্তী সময়ে বিশ্বের অন্যান্য অঞ্চলের সংঘাত ও রাজনৈতিক দ্বন্দ্ব সমাধানেও সক্রিয় ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে বোর্ডটির।
বোর্ড অব পিসের সদস্য দেশগুলোর সদস্যপদের মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর। তবে কোনো দেশ এক বিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদান করলে তারা স্থায়ী সদস্যপদ লাভ করবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এই উদ্যোগ নিয়ে ইতোমধ্যে সমালোচনাও শুরু হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বোর্ড জাতিসংঘের বিদ্যমান শান্তি ও সংঘাত নিরসন কার্যক্রমকে দুর্বল করতে পারে। বর্তমানে বিশ্বব্যাপী দ্বন্দ্ব নিরসনে প্রধান দায়িত্ব পালন করে আসছে জাতিসংঘ।
সূত্র: টাইমস অব ইসরায়েল








