এবার পুকুরে ভেঙে পড়লো ভারতের বিমানবাহিনীর প্লেন

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে বুধবার (২১ জানুয়ারি) একটি বিমানবাহিনীর প্রশিক্ষণ প্লেন পুকুরে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে থাকা দুই পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন এবং দ্রুত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।
বিজ্ঞাপন
বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় দুর্ঘটনাটি ঘটে। কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি এবং মাটিতে থাকা কোনো সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়নি।
দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, প্লেনটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং কিছু অংশে আগুন জ্বলছিল। অন্য ভিডিওতে পাইলটদের নিরাপদে বের হওয়ার দৃশ্য ধরা পড়েছে।
বিজ্ঞাপন
ভারতের সাম্প্রতিক বছরের ইতিহাসে এ ধরনের প্রশিক্ষণজনিত দুর্ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। গত নভেম্বরে দুবাই এয়ার শোতে তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন। এর আগে চেন্নাইয়ের তাম্বারামের কাছে একটি পিলাটাস পিসি–৭ প্রশিক্ষণ প্লেন ও হরিয়ানার পাঞ্চকুলার কাছে একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, সর্বশেষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে








