Logo

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়: এক লাখ ৬০ হাজার বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি, ২০২৬, ১৫:২৪
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়: এক লাখ ৬০ হাজার বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে শনিবার ভয়াবহ তুষারঝড়ের প্রভাবে চার হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। একই সঙ্গে প্রায় এক লাখ ৬০ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স রোববার এই তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ঝড়ে তুষারপাত, তুষারবৃষ্টি এবং হিমশীতল বৃষ্টি চলার পাশাপাশি বিপজ্জনক ঠাণ্ডা পড়তে পারে। এই তুষারঝড় রোববার থেকে আগামী সপ্তাহ জুড়ে পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যের ওপর দিয়ে বয়ে যাবে।

বিজ্ঞাপন

ঝড়ের কারণে সাউথ ক্যারোলিনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, ম্যারিল্যান্ড, আরকানসাস, কেন্টাকি, লুজিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জরুরি বিপর্যয় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ঝড়ের পথে থাকা রাজ্যগুলোর পরিস্থিতি তারা পর্যবেক্ষণে রাখছেন।

জাতীয় নিরাপত্তা বিভাগ দেশটির ১৭টি অঙ্গরাজ্য এবং কলম্বিয়া জেলা জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। লুজিয়ানা ও টেক্সাসের বহু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে। টেক্সাসে জরুরি পরিষেবা চালু রাখতে জ্বালানি মন্ত্রণালয় অতিরিক্ত জেনারেটর মোতায়েনের নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবা সতর্ক করে জানিয়েছে, দক্ষিণপূর্বাঞ্চলে এই অস্বাভাবিক এবং দীর্ঘস্থায়ী তুষারঝড়ের প্রভাবে বিপর্যয়ক পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাবে বলে সতর্কতা জারি করা হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD