শীতে এসি যত্নে রাখার কৌশল জানেন তো!

শীতের শুরু হতেই প্রায় প্রতিটি বাড়িতেই বন্ধ হয়ে যায় এসি। এখন আর ঠান্ডা বাতাসের প্রয়োজন নেই, তাই অনেকেই সেটিকে অবহেলায় ফেলে রাখেন। কিন্তু এই অবহেলাই আপনার দামি এয়ার কন্ডিশনারকে আগামী গরমে মারাত্মক ক্ষতির মুখে ফেলতে পারে।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীতকালে এসি ব্যবহার বন্ধ থাকলেও সেটিকে খোলা অবস্থায় না রেখে সঠিকভাবে প্যাক করে রাখা অত্যন্ত জরুরি। কারণ, দীর্ঘদিন ব্যবহৃত না হলে এসির ভেতরে ধুলো, ময়লা, এমনকি আর্দ্রতা জমতে শুরু করে। ফলে যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ে।
আরও পড়ুন: অফিসের টক্সিক কলিগকে যেভাবে সামলাবেন
অনেক সময় দেখা যায়, মাসের পর মাস বন্ধ থাকার পর যখন এসি চালানো হয়, তখন কুলিং ঠিকমতো হয় না বা গ্যাস লিক করে। এই সব সমস্যার মূল কারণই হল রক্ষণাবেক্ষণের অভাব। তাই শীতে এসি বন্ধ করার আগে কিছু সহজ ধাপ মেনে চললে যন্ত্রটি দীর্ঘদিন ঠিক থাকবে।
বিজ্ঞাপন
শীতকালে এসি ব্যবহার না করলেও এটির সঠিক যত্ন নেওয়া উচিত, যাতে পরের গ্রীষ্মে এটি আবার ঠিকমতো কাজ করে। এসি যত্নে রাখার কিছু কৌশল তবে চলুন জেনে নিই-
নিয়মিত পরিষ্কার করুন:
শীতকালে এসি বন্ধ থাকলেও ঘরের ধুলোবালি জমে থাকতে পারে। তাই মাসে অন্তত একবার নরম কাপড় দিয়ে এসির বাইরের অংশ মুছে নিন। ফিল্টারগুলো খুলে পরিষ্কার করে শুকিয়ে আবার লাগিয়ে রাখুন।
বিজ্ঞাপন
সার্ভিসিং করান:
শীতের শুরুতে একজন টেকনিশিয়ান ডেকে এসিটি সার্ভিসিং করিয়ে নিন। এতে করে ভেতরে জমে থাকা ময়লা পরিষ্কার হবে এবং কোনো সমস্যা থাকলে তা আগেই ধরা পড়বে।
কভার দিয়ে ঢেকে রাখুন:
বিজ্ঞাপন
এসির ইনডোর এবং আউটডোর ইউনিট দুটিকেই ভালো মানের কভার দিয়ে ঢেকে রাখুন। এতে করে ধুলোবালি, পাখি বা অন্য কিছুর থেকে রক্ষা পাবে।
নির্দিষ্ট সময় অন্তর চালু করুন:
বিজ্ঞাপন
সম্পূর্ণ শীতকাল এসি বন্ধ না রেখে মাসে অন্তত একবার ১০ থেকে ১৫ মিনিটের জন্য চালিয়ে দিন। এতে করে ভেতরে জমে থাকা গ্যাস ও তেল সচল থাকবে এবং কোনো যন্ত্রাংশ জ্যাম হয়ে যাবে না।
রিমোটের ব্যাটারি খুলে রাখুন:
দীর্ঘদিন রিমোট ব্যবহার না করলে ব্যাটারি খুলে রাখুন। এতে করে ব্যাটারি লিক হয়ে রিমোটের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে না।
বিজ্ঞাপন
এই সহজ ধাপগুলো অনুসরণ করলে শীতকালে আপনার এসিটি ভালো থাকবে এবং পরের মৌসুমে সার্ভিসিং খরচও কম হবে।








