Logo

মাত্র ৫০ দিনেই বদলে যাবে আপনার জীবন, জেনে নিন উপায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৫, ১৩:৩০
15Shares
মাত্র ৫০ দিনেই বদলে যাবে আপনার জীবন, জেনে নিন উপায়
ছবি: সংগৃহীত

জীবনে পরিবর্তন চাই আমরা সবাই। শুরুতে উদ্দীপনা থাকলেও বেশিরভাগ সময়ই তা ধরে রাখার মতো সংকল্প থাকে না। কিন্তু পরিবর্তনের জন্য সবসময় বড় কিছু করতে হয় না—ছোট ছোট অভ্যাসই বড় রূপান্তরের শুরু গড়ে দেয়।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, মাত্র ৫০ দিন ধারাবাহিকভাবে কিছু নিয়ম মানলেই শরীর, মন এবং জীবনের ওপর ইতিবাচক প্রভাব অনুভব করা যায়। চলুন জেনে নেওয়া যাক সেই ৭টি সহজ অভ্যাস—

পর্যাপ্ত ঘুম—শরীর ও মনের পুনর্গঠন

প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুম স্মৃতিশক্তি, মনোযোগ ও শক্তি বাড়ায়।

বিজ্ঞাপন

ঘুমের আগে স্ক্রিন ব্যবহার কমান এবং একই সময়ে বিছানায় যান—কয়েক সপ্তাহেই পার্থক্য টের পাবেন।

দিন শুরু হোক নিজের সঙ্গে

ঘুম থেকে উঠেই ফোন নয়।

বিজ্ঞাপন

প্রথম এক ঘণ্টা নিজের জন্য রাখুন—স্ট্রেচিং, পড়া বা দিনের পরিকল্পনা করুন। এতে শুরুটিই হবে শান্ত ও কার্যকর।

প্রতিদিন একটু শারীরিক পরিশ্রম

জিমে না গেলেও চলবে।

বিজ্ঞাপন

প্রতিদিন কমপক্ষে এক ঘণ্টা হাঁটা, যোগব্যায়াম, সাঁতার বা হালকা ব্যায়াম মানসিক চাপ কমায় ও শরীর সুস্থ রাখে।

প্রতিদিন ১০ পৃষ্ঠা পড়ার অভ্যাস

ছোট এই চর্চা জ্ঞান, মনোযোগ ও কল্পনাশক্তি বাড়ায়।

বিজ্ঞাপন

স্ক্রিন থেকে দূরে থাকারও দারুণ উপায় এটি।

নতুন শেখায় প্রতিদিন এক ঘণ্টা

ভাষা, ডিজাইন, লেখালেখি বা প্রযুক্তি—যেকোনো দক্ষতা।

বিজ্ঞাপন

৫০ দিন পরই নিজের অগ্রগতি দেখে আপনি নিজেই অবাক হবেন।

খাবারে সরলতা ও ভারসাম্য

শরীর চাই প্রাকৃতিক খাদ্য ও পানি।

বিজ্ঞাপন

ঘরে রান্না, বেশি সবজি আর চিনি-প্রসেসড খাবার কমিয়ে দিন—শক্তি ও মনোযোগ বাড়বে দ্রুত।

ঘুমানোর আগে ১০ মিনিট নিজের কাছে

ধ্যান, গভীর শ্বাস বা শান্তভাবে বসে থাকা—যেকোনো কিছুই চলবে।

বিজ্ঞাপন

এটি ঘুমের মান বাড়ায় ও মনের চাপ কমায়।

কেন ৫০ দিন?

নতুন অভ্যাস গড়ে ওঠার জন্য নির্দিষ্ট ও ধারাবাহিক সময় প্রয়োজন।

বিজ্ঞাপন

৫০ দিনের এই যাত্রায় আপনি হয়তো একেবারে বদলে যাবেন না, কিন্তু পরিবর্তনের যাত্রা শুরু হবে নিশ্চিতভাবেই—এটাই আসল জয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD