Logo

‘হাসিনার সময়ে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, এখনো ফেরেনি’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৫, ১১:২৭
11Shares
‘হাসিনার সময়ে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, এখনো ফেরেনি’
জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল | ফাইল ছবি

জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, শেখ হাসিনার শাসনামলে দেশে গণতন্ত্র কার্যত অনুপস্থিত ছিল। সেই সময় জনগণ তাদের বাকস্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছিলেন, বিরোধী দলগুলো কথা বলার সুযোগ পায়নি এবং রাষ্ট্রে একদলীয় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল।

বিজ্ঞাপন

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “হাসিনা আমলে মানুষ আশা করেছিল, সরকার পরিবর্তনের পর দেশে গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি।”

তিনি বলেন, “সেই সময়ের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটলেও নতুন সরকারও এখনো প্রকৃত গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে পারেনি।”

বিজ্ঞাপন

জাতীয় ঐকমত্য কমিশন নিয়েও প্রশ্ন তোলেন এই সাংবাদিক। তার মতে, “যদি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল বলা হয়, তাহলে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হওয়া উচিত ছিল। কিন্তু এত সময় পার হয়ে গেলেও কোনো বিচার হয়নি।”

তিনি আরও প্রশ্ন রাখেন, “যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়, তবে জাতীয় পার্টিকে কেন অন্তর্ভুক্ত করা হচ্ছে না? তাদের বিরুদ্ধে তো কোনো নিষেধাজ্ঞা বা মামলা নেই। তাহলে এই উদ্যোগকে ‘জাতীয় ঐকমত্য’ বলা কতটা ন্যায্য?”

বিজ্ঞাপন

ড. ইউনূসের প্রসঙ্গ টেনে মাসুদ কামাল বলেন, “যেসব পশ্চিমা দেশের সমর্থনের ওপর ড. ইউনূস আস্থা রাখতেন, এখন তারাই বলছে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত।”

তার মতে, “যখন কেউ মনে করে, ‘শুধু আমরাই নাগরিক, অন্যরা নয়।’ তখন সেটি গণতন্ত্র নয়, বরং একধরনের দমননীতি।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD