সাংবাদিকদের বেসিক স্যালারি দিতে হবে: তথ্য উপদেষ্টা

ঢাকা রিপোর্টার্স ইউনিটের এক প্রেস বিফ্রিংয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘সাংবাদিকদের বেসিক স্যালারি দিতে হবে’।
বিজ্ঞাপন
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তন আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্সে’ এসব কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
জনগনের টাকায় আপনাকে বিজ্ঞাপন দিব, জনগনের টাকায় আপনার প্রতিষ্ঠান আমি চালু রাখব কিন্তু আপনি সাংবাদিকদের ন্যায্য বেতন দিবেন না। এর ফলে সাংবাদিকদের মধ্যে নৈতিক সংকট দেখা যায় বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।
তথ্য উপদেষ্ঠা বলেন, ‘মন্ত্রণালয় কমিশনের যে প্রস্তাবনা আছে। তার মধ্যে ২৩টি প্রস্তাবনা ছিল। মন্ত্রণালয় পরবর্তীতে পর্যালোচনা করে তারা ১৩টি প্রস্তাবনা বাস্তাবায়নের উদ্যোগ নিয়েছে। আপনারা এটা খুব শিগগিরই দেখতে পাবেন।’
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘প্রস্তাবনাগুলো কেবিনেটের মাধ্যমে হবে বা যে নীতিমালা আছে তার মাধ্যমে হবে। যেগুলো মন্ত্রণানালয় থেকে নিদের্শনা দেয়া হবে সেগুলো মন্ত্রণানালয় সমাধান করবে।’
তিনি আরও বলেন, ‘প্রস্তাবনার মধ্যে একটি প্রস্তাবনা হলো গন্যমাধ্যম কমিশনের যেটা সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়ে।’
বিজ্ঞাপন
মাহফুজ আলম বলেন, ‘আমরা বিজ্ঞাপনের হার বাড়াব আর আপনারা প্রচার সংখ্যা বাড়ান। যেটা সঠিক প্রচার সংখ্যা সেটা প্রচার করতে হবে আপনাদের।’
তিনি বলেন, ‘আমারা স্থানীয় ও ইংরেজি পত্রিকার প্রচার সংখ্যা কমিয়ে দিব। প্রচারের সংখ্যা কমলেও বিজ্ঞাপনের হার বাড়বে ‘
আমরা একটা বেসিক স্যালারি সাংবাদিকদের জন্য ব্যবস্থা করে দিতে চাই, তবে সেটা শর্তসাপেক্ষ বলেন তিনি।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: ৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তা বদলি
তথ্য উপদেষ্ঠা বলেন, ‘আমরা কোনো মিডিয়া বন্ধ করিনি বরং নতুন নতুন মিডিয়া লাইসেন্স পেয়েছে। আমরা চাই যে প্রস্তাবনা রয়েছে সেগুলো বাস্তাবায়ন করতে।’
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রমুখ।
বিজ্ঞাপন
এছাড়াও টেলিভিশন ও নিউজ পেপারগুলোর ক্ষেত্রে সরকারের যে সুবিধা রয়েছে অবশ্যই তা বৃদ্ধি করতে চায়। সেই ক্ষেত্রে প্রকাশক বা মালিকদের অবশ্যই সংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। নীতিমালা কোনো আইন না বরং এটা নিদের্শনা। পরবর্তীতে আইন হতে পারে, এই হচ্ছে আমার পক্ষ থেকে বিফ্রি।








