Logo

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে আসছেন মুসল্লিরা

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জানুয়ারী, ২০২৪, ২২:৫৮
46Shares
বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে আসছেন মুসল্লিরা
ছবি: সংগৃহীত

ট্রাক, পিক-আপে করে আসতে শুরু করেছে ইজতেমার ময়দানে মুসল্লিরা।

বিজ্ঞাপন

তুরাগ তীরে আলমী শূরার বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে আসতে শুরু করেছেন তাবলিগের সমর্থকেরা। 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজর নামজের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার মূল পর্ব। কিন্তু বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই বাস, ট্রাক, পিক-আপে করে আসতে শুরু করেছে ইজতেমার ময়দানে মুসল্লিরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা থেকে ইজতেমা ময়দানে এসেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এলাকার একটি মসজিদ থেকে তারা ১৮ জনের একটি তাবলীগ জামাত ইজতেমা ময়দানে এসেছেন। সময় যত এগিয়ে আসবে ভিড় ততই বাড়বে, তাই কোনো রকম ভোগান্তি ছাড়াই আগেভাগে ইজতেমা ময়দানে চলে এসেছি।

নোয়াখালী থেকে ১৫ জনের তাবলীগের সমর্থকদের নিয়ে ইজতেমা ময়দানে এসেছেন শিহাব হোসেন। তিনি বলেন, সমাজের মসজিদের ১৫জনের সাথী নিয়ে ইজতেমা ময়দানে এসেছেন।

বিজ্ঞাপন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানিয়েছেন, ইতিমধ্যে ইজতেমায় ময়দান প্রস্তুত হয়ে গিয়েছে। ইজতেমা পরিচালনা করার জন্য ময়দানসহ বাদবাকী সব কিছুই প্রস্তুত করা হয়েছে। মুসল্লিরা গতরাত থেকেই ময়দানে আসতে শুরু করেছেন। সকালের দিকে মুসল্লি আসার সংখ্যা বেড়েছে। সারাদিনে মাঠ ভরে যাবে বলে আশা করছেন তিনি।

বিজ্ঞাপন

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, এবারের বিশ্ব ইজতেমায় বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিত করতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রটের একাধিক টিম দায়িত্বে থাকবে।

বিজ্ঞাপন

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, এবারের ইজতেমায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ছয় সহস্রাধিক সদস্য ছাড়াও র‌্যাব, ডিএমপি এবং সাদা পোশাক ও গোয়েন্দা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। ইজতেমা এলাকায় কোনো প্রকার অবৈধ দোকান এবং হকারদের অবস্থান করতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে আসছেন মুসল্লিরা