বিশ্ব ইজতেমায় প্রাণ গেল আরও এক মুসল্লির

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মরদেহের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন।
বিজ্ঞাপন
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুস সাত্তার (৭০)। তিনি নেত্রকোনা সদর থানার কুনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মরদেহের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিশ্ব ইজতেমা: তুরাগতীরে মুসল্লিদের ঢল
বিজ্ঞাপন
তিনি জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বৃহস্পতিবার সকালে বমি হলে তাৎক্ষণিকভাবে আব্দুস সাত্তারকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
বিজ্ঞাপন
প্রকৌশলী গিয়াস উদ্দিন আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এ নিয়ে এবারের ইজতেমায় ৩ জনের মৃত্যু হয়েছে।
জেবি/এসবি
বিজ্ঞাপন








