বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২৯ মরদেহ হস্তান্তর

শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৯টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় নিহতব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর চলছে।
শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৯টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ পর্যন্ত মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩৮ জনের পরিচয় পাওয়া গেছে। ভোরের দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।
এ বিষয়েঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার মোস্তফা আব্দুল্লাহ আল-নূর জানিয়েছেন, এ পর্যন্ত নিহত ৪৫ জনের মধ্যে ৩৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ২৯ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। চেহারা, জামাকাপড় দেখে স্বজনরা মরদেহ শনাক্ত করেন। পরিচয় নিশ্চিত হওয়ার পরই মরদেহ হস্তান্তর করা হচ্ছে। এ সংখ্যা বাড়বে।
জেবি/এসবি
বিজ্ঞাপন