Logo

জিম্মি জাহাজেই ঈদের নামাজ পড়লেন বাংলাদেশি ২৩ নাবিক

profile picture
জনবাণী ডেস্ক
১১ এপ্রিল, ২০২৪, ০৪:৫০
98Shares
জিম্মি জাহাজেই ঈদের নামাজ পড়লেন বাংলাদেশি ২৩ নাবিক
ছবি: সংগৃহীত

সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি ২৩ নাবিক জাহাজেই ঈদের নামাজ আদায় করেছেন

বিজ্ঞাপন

সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি ২৩ নাবিক জাহাজেই ঈদের নামাজ আদায় করেছেন। 

বিজ্ঞাপন

বুধবার (১০ এপ্রিল) বিভিন্ন দেশের মতো সোমালিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নামাজের পরে তারা কোলাকুলি করেন এবং পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পরিবারের সঙ্গেও তারা কথা বলেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জিম্মি নাবিকের পরিবারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত জলদস্যুরা কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে পরিবারকে আশ্বাস দিয়েছে জাহাজের মালিক পক্ষ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ 'এমভি আবদুল্লাহ' ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি সোমালিয়া উপকূলে নেওয়ার ৯ দিনের মাথায় দস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের সঙ্গে যোগাযোগ করেন। দস্যুদের সঙ্গে সমঝোতার অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ। বর্তমানে জাহাজটি সোমালিয়া উপকূল থেকে দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করা অবস্থায় আছে।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD