Logo

দেশের পথে এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

profile picture
জনবাণী ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৪, ০৫:১৭
57Shares
দেশের পথে এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
ছবি: সংগৃহীত

২০০৯ সালে এমভি জাহান মণি উদ্ধারের পর ২৬ জনকে কেনাকাটার জন্য ডলার দেয়া হয়েছিলো।

বিজ্ঞাপন

মুক্তিপণ দিয়ে মুক্ত হওয়া পর এবার জাহাজ এমভি আবদুল্লাহ ও তার ২৩ নাবিক দেশে ফিরে আসছেন। বর্তমানে এমভি আবদুল্লাহ ও তার ২৩ নাবিক দুবাইয়ের পথে রয়েছেন বলে জানা গেছে। আগামী ১৯ থেকে ২০ তারিখ তাদের দুবাই পৌঁছানোর কথা রয়েছে। 

সেখানে পৌঁছালে নাবিকদের পরিবার ও নিজেদের প্রয়োজনীয় কেনাকাটার জন্য মালিকপক্ষ থেকে অর্থ দেয়া হবে বলেও গণমাধ্যমকর্মীদের এমনটা জানান কেএসআরএম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম । 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “২০০৯ সালে এমভি জাহান মণি উদ্ধারের পর ২৬ জনকে কেনাকাটার জন্য ডলার দেয়া হয়েছিলো। এবারও সেই পরিকল্পনা আছে মালিকপক্ষের।”

বিজ্ঞাপন

গেল ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল-হারমিয়া বন্দরে যাওয়ার পথে; ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জাহাজটি জিম্মি করার পর সোমালিয়ার জেফল উপকূলের কাছে নিয়ে যাওয়া হয়। ৯ দিনের মাথায় দস্যুরা প্রথম মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের বিনিময়ে ৩১ দিন পর সোমালী জলদস্যুদের কবল থেকে ছাড়া পান ২৩ বাংলাদেশি নাবিক।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD