Logo

কক্সবাজারের দুই দিনের নৃত্য উৎসবে নৃত্যশিল্পী নীপা ও শিবলীকে সম্মাননা

profile picture
জনবাণী ডেস্ক
২ মে, ২০২৪, ০২:১১
45Shares
কক্সবাজারের দুই দিনের নৃত্য উৎসবে নৃত্যশিল্পী নীপা ও শিবলীকে সম্মাননা
ছবি: সংগৃহীত

সমাপনী দিন মঙ্গলবার প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল তিনি বলেন

বিজ্ঞাপন

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে কক্সবাজারে দুই দিনব্যাপী নৃত্য উৎসব শেষ হয়েছে। উৎসবের সমাপনী দিন মঙ্গলবার একুশে পদকপ্রাপ্ত দেশের দুই বরেণ্য নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার সংসদ আয়োজিত এই উৎসব সোমবার পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলে উদ্বোধন করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী। এরপরই অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা ও নৃত্য প্রতিযোগিতা।

বিজ্ঞাপন

কক্সবাজারে প্রথমবারের মত আয়োজিত এই নৃত্য উৎসবের  ২য় দিন ছিল মুল আয়োজন। দলগত নৃত্যানুষ্ঠান, সম্মাননা প্রদান, কথামালা, পুরস্কার বিতরণ।

বিজ্ঞাপন

সমাপনী দিন মঙ্গলবার প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল তিনি বলেন, 'ধর্মান্ধতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ে সকলকে এক হয়ে কাজ করতে হবে,তাহলেই এই অশুভ শক্তির চিরতরে বিনাশ ঘটানো সম্ভব।'

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সত্যেন সেন শিল্পীগোষ্ঠী,কক্সবাজারের সভাপতি খোরশেদ আলম সভাপতিত্বে কথামালায় আরো অংশগ্রহণ করেন কক্সবাজার পৌরসভার মেয়র মেয়র মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম,সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, খেলাঘর কেন্দ্রীয় পরিষদ সদস্য সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল,কবি মানিক বৈরাগী ও সংগঠনটির সম্পাদক মনির মোবারক।

কথামালা পরবর্তী সম্মাননা গ্রহণ করেন দুই বরেণ্য নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। তারা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা রক্ষায় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

দুইদিনের আয়োজনে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের দশেরও বেশি সংগঠন একক ও দলগত নৃত্য পরিবেশন করে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD