Logo

এখনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে না

profile picture
জনবাণী ডেস্ক
১২ আগস্ট, ২০২৪, ২৩:০৭
187Shares
এখনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে না
ছবি: সংগৃহীত

সোমবার (১২ আগস্ট)সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে না। 

সোমবার (১২ আগস্ট)সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, “একটা বিশেষ মুহূর্তে সরকার গঠিত হয়েছে। সার্বিক অস্থিরতা না কমলে শিশুদের স্কুলে পাঠাতে আগ্রহী হবেন না অভিভাবকরা। আমরা সবার সঙ্গে আলোচনা করে স্কুল খোলার সিদ্ধান্ত বাস্তবায়ন করবো।”

বিজ্ঞাপন

বিধান রঞ্জন বলেন, “মন্ত্রণালয়ের কাজটা বুঝবো, এরপর কাজ শুরু করবো। কর্মকৌশল ঠিক করে সবার সহযোগিতা নিয়ে কাজ করবো।”

বিজ্ঞাপন

গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটাবো কাজের মাধ্যমে। প্রাথমিক শিক্ষা যেকোনও দেশের ভীত। এই মুহূর্তে শিক্ষার মানের উন্নয়ন ঘটাতে হবে। যেন শিক্ষার্থীরা সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD