Logo

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৪, ২১:০৯
47Shares
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেফতার
ছবি: সংগৃহীত

নূরুল মজিদের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে গ্রেফতারের বিষয়টি জানান।

বিজ্ঞাপন

সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার হয়েছেন। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর গুলশান থেকে তাকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গ্রেফতার করে ।

বিজ্ঞাপন

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন ।

বিজ্ঞাপন


তিনি বলেন, “গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।”

বিজ্ঞাপন

নূরুল মজিদের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে গ্রেফতারের বিষয়টি জানান।

বিজ্ঞাপন

পোস্টে তিনি লিখেন, “আল্লাহ সর্বশক্তিমান, আমাদের নরসিংদীর গর্ব-আপনাদের ভালোবাসার মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন কিছুক্ষণ আগে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার হয়েছেন। তিনি কোথাও পালিয়ে যাননি, কোনো সময় পালাবেনও না।”

বিজ্ঞাপন

তিনি আরও লিখেন, “আপনারা মনোহরদী বেলাবোর শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর আমার বাবার হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD