Logo

আগে বিচার তারপর সমঝোতা, খুনিদের ক্ষমা নেই: মাহফুজ আলম

profile picture
জনবাণী ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৪, ২৪:৩৮
61Shares
আগে বিচার তারপর সমঝোতা, খুনিদের ক্ষমা নেই: মাহফুজ আলম
ছবি: সংগৃহীত

গুন্ডা মুজিববাদীদের এ স্বদেশের এক ইঞ্চি জমিও ছেড়ে দেয়া হবে না। ফ্যাসিস্ট মুজিব হাসিনা, মুর্দাবাদ মুর্দাবাদ

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন,  জুলাই-আগস্টের গণহত্যা নিয়ে যাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই, তাদের সঙ্গে কোনো সমঝোতা হবে না। তিনি বলেছেন, ‘আগে বিচার, তারপর সমঝোতা। খুনিদের ক্ষমা নেই।’

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে সামাজিকমাধ্যম ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে এসব বলেন মাহফুজ আলম।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের উদ্দেশে তিনি লেখেন, “যাদের বিন্দুমাত্র অনুশোচনা নাই গণহত্যা নিয়ে, তাদের সাথে নো রিকন্সিলিয়েশন। আগে বিচার, তারপর সমঝোতা!”

বিজ্ঞাপন

“মুজিববাদের বিরুদ্ধে এবার হবে প্রত্যাঘাত” জানিয়ে মাহফুজ আলম লেখেন, “খুনিদের ক্ষমা নাই। খুনিদের আদর্শের ফেরিওয়ালাদের ক্ষমা নাই।”

বিজ্ঞাপন

“নির্মূলের রাজনীতি আমরা করতে চাই নাই” উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা লেখেন, “আমাদের রক্ত পান করতে যারা স্লোগান দিবে, রাজনীতি করবে- সেসকল মুজিববাদীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না। দু’হাজার বা ততোর্ধ্ব শহিদের আত্মার শপথ, কোন সুশীল বা গুন্ডা মুজিববাদীদের এ স্বদেশের এক ইঞ্চি জমিও ছেড়ে দেয়া হবে না। ফ্যাসিস্ট মুজিব হাসিনা, মুর্দাবাদ মুর্দাবাদ।”

বিজ্ঞাপন

এর আগে গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে বিক্ষোভ করেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। এ সময় তারা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দিতে থাকেন। পরে একজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD