ডাক অধিদফতরের সাবেক ডিজি গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৪


ডাক অধিদফতরের সাবেক ডিজি গ্রেফতার
সুধাংশু শেখর ভদ্র

সরকারি অর্থ লুটপাটের অভিযোগে ডাক অধিদফতরের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্রকে গ্রেফতার করেছে ডিবি। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় তাকে গ্রেফতার করা হয়।


বুধবার (১৬ অক্টোবর) সকালে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, সুধাংশু শেখর ভদ্রকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


আরও পড়ুন: শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট


একটি প্রকল্পের আওতায় ১৫ কোটি টাকার সার্ভার ও ইউপিএস কেনায় অনিয়ম করার অভিযোগে গেল ২০ আগস্ট সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করে দুদক।


আরও পড়ুন: ১ নভেম্বর থেকে ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু: আইন উপদেষ্টা


এর আগে দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গেল ২০২০ সালে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। ওই সময় তাকে অপসারণের সুপারিশ করেছিল ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।


জেবি/এসবি