সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে অতিরঞ্জিত প্রচার-প্রচারণা হয়েছে: ড. ইউনূস

কিন্তু এটা নিয়ে যেসব প্রচার-প্রচারণা হয়েছে তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত
বিজ্ঞাপন
৫ আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে অতিরঞ্জিত প্রচার-প্রচারণা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ড. ইউনূস বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ। এসময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতারও শিকার হয়েছেন। কিন্তু এটা নিয়ে যেসব প্রচার-প্রচারণা হয়েছে তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত।
তিনি বলেন, সংখ্যালঘুদের সঙ্গে অল্প যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, তার মূল কারণ ছিল রাজনৈতিক। কিন্তু এসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হয়েছে। আপনাদের সবার সহযোগিতায় আমরা দৃঢ়ভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছি।
বিজ্ঞাপন
এছাড়া অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা যেসব সহিংসতার শিকার হয়েছেন, তার প্রতিটি ঘটনার তদন্ত করছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাদের দায়িত্ব গ্রহণের দুমাসের মাথায় দেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে প্রায় ৩২ হাজার পূজা মণ্ডপে। দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, যা উৎসবের আমেজকে অনেক গুণ বাড়িয়ে দেয়। দূর্গাপুজাকে ঘিরে আমরা ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিই, যার ফলে দেশের হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের উৎসব পালন করেছে।
বিজ্ঞাপন
ড. ইউনূস আরও বলেন, শুধু হিন্দু সম্প্রদায়ই নয়, দেশের কোনো মানুষই যেন কোনো রকম সহিংসতার শিকার না হয়, সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং সব সময় সে চেষ্টা করে যেতে থাকবো।
বিজ্ঞাপন
এমএল/








