Logo

ছুটির দিনেও বিশ্বে সবচেয়ে দূষিত শহর ঢাকা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৪, ২২:৪৯
25Shares
ছুটির দিনেও বিশ্বে সবচেয়ে দূষিত শহর ঢাকা
ছবি: সংগৃহীত

ঢাকায় যানবাহন ও কলকারখানার বিষাক্ত ধোঁয়া বায়ুদূষণে বড় ভূমিকা রাখে

বিজ্ঞাপন

রাজধানী ঢাকার বায়ুর মান প্রতিনিয়তই অবনতি হচ্ছে। এই দূষণ যেন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। প্রতি নিঃশ্বাসে বিষাক্ত বায়ু সেবন করতে বাধ্য হচ্ছেন নগরবাসী। অথচ এ নিয়ে নেই কোনো সতর্কতা, হুঁশিয়ারি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অনেকটাই নির্বিকার। ঢাকায় যানবাহন ও কলকারখানার বিষাক্ত ধোঁয়া বায়ুদূষণে বড় ভূমিকা রাখে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা ১৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার দূষণ স্কোর ২৩৬ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লি শহরের দূষণ স্কোর ১১৮ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ইরানের তেহরান ও পাকিস্তানের লাহোর। পাঁচ নম্বরে রয়েছে চীনের উহান।

বিজ্ঞাপন

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

বিজ্ঞাপন

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD