সৌদি আরব যেতে ইচ্ছুক চালকদের দক্ষতা যাচাই করবে বিআরটিসি

গাড়ি চালকদের দক্ষতা যাচাই করবে বাংলাদেশ সড়ক পরিবহন কপোরেশন (বিআরটিসি)
বিজ্ঞাপন
স্কিলস ভেরিফিকেশন প্রোগ্রামের আওতায় সৌদি আরবে যেতে ইচ্ছুক গাড়ি চালকদের দক্ষতা যাচাই করবে বাংলাদেশ সড়ক পরিবহন কপোরেশন (বিআরটিসি)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিআরটিসির প্রধান কার্যালয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বাংলাদেশ সড়ক পরিবহন কপোরেশন এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।সংস্থাটি তাদের গাজীপুরে অবস্থিত কেন্দ্রীয় প্রশিক্ষণ ইন্সটিটিউট এ দক্ষতা যাচাই করবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বর্তমানে বিএমইটির নিয়ন্ত্রণাধীন ১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৪৫টি পেশায় দক্ষতা যাচাই করছে বিএমইটি। বিএমইটির সাথে তাকামলের কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চাহিদা বিবেচনায় সৌদি আরবের মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স এন্ড সোশ্যাল ডেভেলপমেন্টের তাকামলের আওতায় স্কিলস ভেরিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার কর্মীদের দক্ষতা যাচাই করে সৌদি আরবে প্রেরণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
এমএল/