Logo

আগামীকাল থেকে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মার্চ, ২০২৫, ০৩:১৪
71Shares
আগামীকাল থেকে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
ছবি: সংগৃহীত

ঈদের পর যথারীতি সাপ্তাহিক বন্ধ আবারও কার্যকর হবে

বিজ্ঞাপন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনযাত্রা শুরু হয়েছে, ঘরমুখো মানুষের এই যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে সারা দেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকছে না।

যাত্রী সাধারণের ঈদ যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কর্মপরিকল্পনায় বলা হয়, আগামীকাল (২৭ মার্চ) থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হলো। ঈদের পর যথারীতি সাপ্তাহিক বন্ধ আবারও কার্যকর হবে।

আরও বলা হয়, বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় টিকিট বিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ছাড়া র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হচ্ছে।

এছাড়া, ঈদ উপলক্ষ্যে ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD