Logo

এনবিআরে বরখাস্ত হলেন আরও চার কর্মকর্তা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ০৪:০৬
42Shares
এনবিআরে বরখাস্ত হলেন আরও চার কর্মকর্তা
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও চার কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

বিজ্ঞাপন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও চার কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। সোমবার (১৮ আগস্ট) জারি করা এক আদেশে তাদের বরখাস্তের বিষয়টি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু; মোংলা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আবুল আলা মোহাম্মদ আমীমুল ইহসান খান; চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির যুগ্ম কমিশনার সানোয়ারুল কবির এবং খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার সাইদুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান চারটি পৃথক আদেশে তাদের বরখাস্ত করেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১২ মে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি হওয়ার পর এর বিরোধিতায় কর্মসূচি চলাকালে ওই কর্মকর্তারা দায়িত্বরত কর্মচারীদের কাজে বাধা দেন। এমনকি কর্মচারীদের কাজ ত্যাগ করে রাজস্ব ভবনে যোগ দিতে বাধ্য করেন, যার ফলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। এ কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯ (১) অনুযায়ী, চার কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময় তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

উল্লেখ্য, এর আগে আন্দোলনের পর তিন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম কাস্টম হাউসের তৎকালীন কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরের দুই সদস্যসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD