সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ দায়িত্ব গ্রহণ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ দায়িত্ব গ্রহণ
বিজ্ঞাপন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।
সোমবার (১৮ আগস্ট) দায়িত্ব গ্রহণ উপলক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। ওই সময় সচিব মহোদয়কে সামাজিক কল্যাণ কর্মকাণ্ড আরও গতিশীল ও জনবান্ধব করার প্রত্যয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
ড. মোহাম্মদ আবু ইউসুফ এর আগে প্রশাসন ক্যাডার পুলে এবং দীর্ঘদিন অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা, অধিশাখা ও অনুবিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অর্থনৈতিক ব্যবস্থাপনা, প্রশাসন ও নীতি প্রণয়ন সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ।
বিজ্ঞাপন
দায়িত্ব গ্রহণের পর নতুন সচিব জানান, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট ও মানবিক বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও গতি আনা হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন ও সুবিধাভোগীদের সঠিকভাবে সেবা প্রদানের ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, তার সুদক্ষ নেতৃত্বে সমাজকল্যাণের কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হবে।
বিজ্ঞাপন
আরএক্স/








