Logo

পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন পিটার হাস

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৩
49Shares
পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন পিটার হাস
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস।

বিজ্ঞাপন

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ের কার্যালয়ে এ বৈঠক প্রায় এক ঘণ্টা ধরে চলে। তবে আলোচনার বিস্তারিত বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত শনিবার এক সপ্তাহের সফরে ঢাকায় আসেন পিটার হাস। সফরের অংশ হিসেবে বুধবার তিনি কক্সবাজার ও মহেশখালী ভ্রমণ শেষে রাতে ঢাকায় ফেরেন।

পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এ সময়ে নানা ইস্যুতে তিনি আলোচনায় ছিলেন। দায়িত্ব শেষে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি যুক্তরাষ্ট্রে ফেরেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অবসরের পর পিটার হাস যোগ দেন বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জিতে। প্রতিষ্ঠানটির বাংলাদেশে বিনিয়োগ রয়েছে এবং কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল পরিচালনা করছে।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD