Logo

ফরিদা পারভীনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৯
14Shares
ফরিদা পারভীনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

দেশের লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এক শোকবার্তায় তিনি বলেন, নজরুলগীতি ও দেশাত্মবোধক গানসহ নানা ধারার গান পরিবেশন করলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভীন ছিলেন চিরপরিচিত "লালনকন্যা" হিসেবে।

ড. ইউনূস বলেন, পাঁচ দশকেরও বেশি সময় ধরে লালন সাঁইয়ের গান গেয়ে মানুষের হৃদয় জয় করেছেন তিনি। তাঁর কণ্ঠ শুধু সংগীত নয়, বরং আমাদের সংস্কৃতির দর্শন ও জীবনবোধকে নতুনভাবে তুলে ধরেছে।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও ফরিদা পারভীন কখনো গান থেকে দূরে সরে যাননি। সংগীতের প্রতি তাঁর এই নিবেদন প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে। একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে।

ফরিদা পারভীনের আত্মার মাগফিরাত কামনা করে ড. ইউনূস শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, শনিবার রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সে মৃত্যুবরণ করেন ফরিদা পারভীন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD