Logo

মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরির জন্য নয়: প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:০০
12Shares
মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরির জন্য নয়: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের জন্ম চাকরি করার জন্য নয়, বরং উদ্যোক্তা হওয়ার জন্য। তিনি মনে করেন, সবার জন্য উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে পারলেই সমাজ ও অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে।

বিজ্ঞাপন

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “মানুষ চাকরির জন্য নয়, উদ্যোক্তা হওয়ার জন্য এসেছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত, যেন সবাইকে সেই সুযোগ দেওয়া যায়।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রযুক্তির কল্যাণে আজকের দিনে নানা ধরনের উদ্যোক্তা তৈরি হচ্ছে। প্রযুক্তি মানুষকে বিশ্বব্যাপী সংযুক্ত করেছে, তাই এখনই এর সর্বোত্তম ব্যবহার করার সময়।

মানুষের সক্ষমতাকে কাজে লাগিয়ে প্রত্যেককে নিজের ইচ্ছেমতো পথ বেছে নেওয়ার সুযোগ করে দেওয়ার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা চাই প্রতিটি মানুষ তার সামর্থ্যকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাক। আশা করি, নতুন ভবনে এসে পিকেএসএফ নতুনভাবে যাত্রা শুরু করবে।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD