জাতীয় নির্বাচন সামনে রেখে ডিসি পদে আসছে আরও রদবদল

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনে পরিবর্তনের পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জেলা প্রশাসক (ডিসি) পদে ইতোমধ্যে ছয় জেলায় রদবদল করা হয়েছে, শিগগিরই আরও জেলায় পরিবর্তন আসবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। নির্বাচনে ডিসিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন। তবে এবারও একই দায়িত্ব দেওয়া হবে কি না তা এখনো চূড়ান্ত হয়নি।
গত ২৫ আগস্ট জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজন নতুন কর্মকর্তা পদায়ন এবং তিনজনকে বদলি করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন- ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী (পটুয়াখালী), ড. মোহাম্মদ আবদুল ছালাম (মেহেরপুর) এবং মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান (নেত্রকোণা)। অন্যদিকে, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন (কুষ্টিয়া), মো. তৌফিকুর রহমান (খুলনা) ও সিফাত মেহনাজ (কুড়িগ্রাম) বদলি হয়েছেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে ডিসি পদে ২৪তম, ২৫তম ও ২৭তম বিসিএসের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। ধাপে ধাপে ২৪তম বিসিএসের কর্মকর্তাদের সরিয়ে সেখানে ২৮তম বিসিএস থেকে নতুন ডিসি নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ২৭তম বিসিএসের কর্মকর্তাদেরও ডিসি হিসেবে পদায়নের সম্ভাবনা রয়েছে। এজন্য একটি ফিটলিস্ট প্রণয়ন করা হচ্ছে, যা চূড়ান্ত হলে শিগগিরই নতুন নিয়োগ দেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ‘‘আমাদের কাছে যোগ্য কর্মকর্তাদের তালিকা আছে। কিছু নিয়োগ ইতোমধ্যে দেওয়া হয়েছে, সামনে আরও আসবে। নির্বাচনের আগে যুগ্মসচিবদের মধ্য থেকে নতুন ডিসি নিয়োগ করা হবে।’’
তিনি আরও জানান, ডিসি পদে নিয়োগের জন্য সাত সদস্যের জনপ্রশাসন কমিটি ও পাঁচ সদস্যের ডিসি সিলেকশন কমিটি কাজ করছে। ফিটলিস্ট অনুমোদনের পর প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন এবং পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে।
এছাড়া তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনে মাঠ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি পক্ষপাতিত্ব করেন, তবে তাকে প্রত্যাহার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রিটার্নিং অফিসার কারা হবেন তা নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্ধারণ করা হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
