প্রশাসনের ১৭ কর্মকর্তা নিয়োগ পেলেন বিশ্বব্যাপী বিভিন্ন দূতাবাসে

বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনে শ্রম সংক্রান্ত পদে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।
প্রজ্ঞাপনে জানানো হয়, এই কর্মকর্তাদের চাকরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর মাধ্যমে তারা বিশ্বের নানা দেশে বাংলাদেশি শ্রমিক ও প্রবাসীদের সেবা কার্যক্রমে যুক্ত হবেন।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপন অনুযায়ী, মালয়েশিয়ার কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (শ্রম) হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সিদ্দিকুর রহমান। একই পদে ওমানে যোগ দেবেন জুবাইদা মান্নান এবং সৌদি আরবের রিয়াদে মাহমুদুর রহমান। কুয়েতে কাউন্সেলর (শ্রম) হিসেবে প্রেরণ করা হয়েছে এস এম সাইফুর রহমানকে।
ইতালির মিলানে প্রথম সচিব (শ্রম) হিসেবে যাচ্ছেন মেহরুবা ইসলাম, সুইজারল্যান্ডের জেনেভায় ফারজানা আক্তার মিতা, আর সৌদি আরবের জেদ্দায় দায়িত্ব পেয়েছেন মো. নাজমুল হাসান।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রথম সচিব (শ্রম) হিসেবে দায়িত্ব পাবেন আরিফ ফয়সাল খান, সিঙ্গাপুরে ফারাহ তানজিলা মতিন, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় নুর আহমেদ মাছুম এবং কাতারের দোহায় শোয়াইব আহমেদ।
বিজ্ঞাপন
একই পদে গ্রিসের এথেন্সে মার্জিয়া সুলতানা, থাইল্যান্ডের ব্যাঙ্ককে জহির ইমাম, স্পেনের মাদ্রিদে মাহিদ-আল হাসান, মিসরের কায়রোয় মো. বেলাল হোসেন, রাশিয়ার মস্কোতে মুহাম্মদ ইসমাঈল এবং রুমানিয়ার বুখারেস্টে দায়িত্ব পালন করবেন এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
সরকার বলেছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর ফলে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নিরাপত্তা ও শ্রমবাজার সম্প্রসারণে এ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন