Logo

আগস্টে দুর্ঘটনায় প্রাণহানি ৪৮২

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:১৩
26Shares
আগস্টে দুর্ঘটনায় প্রাণহানি ৪৮২
প্রতীকী ছবি

চলতি বছরের আগস্ট মাসে দেশের সড়কে প্রাণ হারিয়েছেন ৪২৮ জন মানুষ, আহত হয়েছেন অন্তত ৭৯১ জন।

সড়ক দুর্ঘটনার পাশাপাশি নৌপথ ও রেল দুর্ঘটনাসহ মোট ৪৮২ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত আগস্টে নৌ-দুর্ঘটনায় প্রাণ হারান ২৩ জন এবং রেল ট্র্যাক দুর্ঘটনায় আরও ৩১ জন নিহত হন। শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩২ জন, যা সব দুর্ঘটনার মধ্যে সর্বোচ্চ। নিহতদের মধ্যে নারী রয়েছেন ৬৮ জন এবং শিশু রয়েছে ৩৪ জন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে বাসের যাত্রী ৩০ জন, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্রলি ও লরির আরোহী ২৭ জন, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স যাত্রী ২১ জন, সিএনজি, অটোরিকশা, অটোভ্যান ও লেগুনার মতো থ্রি-হুইলার যাত্রী ৯৭ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের (নসিমন, ভটভটি, টমটম, মাহিন্দ্র) যাত্রী ৩৩ জন এবং বাইসাইকেল আরোহী ৫ জন।

ভৌগোলিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৭ জন নিহত হয়েছেন, আর সবচেয়ে কম প্রাণহানি হয়েছে বরিশাল বিভাগে, মাত্র ১৬ জন। জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকায় ৩২ জন মারা গেছেন, আর সবচেয়ে কম একজন প্রাণ হারিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে। শুধু ঢাকা জেলাতেই ৩৭টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫ জন।

বিজ্ঞাপন

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজপোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম ও নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD