সিঙ্গাপুরের থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের অর্জন শুধু নিজ দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও অনুকরণীয়।
তিনি মনে করেন, সিঙ্গাপুরের থেকে বাংলাদেশকে অনেক কিছু শেখার আছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোর সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিজ্ঞাপন
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ খাতকে আরও গতিশীল করতে প্রযুক্তিগত সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আধুনিক প্রযুক্তির সঙ্গে কর্মীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য।
প্রতিউত্তরে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো জানান, বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে সিঙ্গাপুর আগ্রহী। তিনি বলেন, বাংলাদেশের সেবা খাতের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং কর্মীদের দক্ষতা উন্নয়নে সিঙ্গাপুর সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
আরও পড়ুন: ভারতে যাচ্ছে ১২০০ মেট্রিকটন ইলিশ
বিজ্ঞাপন
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শিবির বিচিত্র বড়ুয়া এবং সংশ্লিষ্ট আরও অনেকে।
আলোচনায় দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন