পলাতক ৭ পুলিশ কর্মকর্তার পদক বাতিল, অর্থ ফেরতের নির্দেশ

নিজ কর্মস্থল থেকে পলায়ন করায় সাতজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার।
রবিবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপ-সচিব তৌছিফ আহমদের সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিভাগীয় ব্যবস্থা চলমান থাকা অবস্থায় এই কর্মকর্তাদের অনুকূলে প্রদত্ত পদক বাতিল করা হলো। একই সঙ্গে পদক সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ এবং পূর্বে প্রদত্ত অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল
বিজ্ঞাপন
পদক প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন একজন উপমহাপরিদর্শক (ডিআইজি), তিনজন পুলিশ সুপার (এসপি), দুজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও একজন পুলিশ পরিদর্শক। তারা ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে পদক পেয়েছিলেন।
তাদের মধ্যে আছেন- রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান (বর্তমানে নৌপুলিশে সংযুক্ত), রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, বরিশাল রেঞ্জের পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, সারদায় কর্মরত পুলিশ সুপার মো. হাফিজ আল-ফারুক, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাজীব দাস, র্যাব-১৪ ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এবং এপিবিএন-১৩-এর পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন