অতীতের নির্বাচনী কালিমা থেকে বের হয়ে আসতে হবে পুলিশকে: ডিএমপি কমিশনার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের নিরপেক্ষ অবস্থানের ওপর জোর দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেছেন, অতীতের নির্বাচনী কালিমা থেকে বের হয়ে এসে পুলিশকে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে এবং নিরপেক্ষতার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির কর্মকর্তাদের উদ্দেশে এ বক্তব্য দেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, কোনো রাজনৈতিক দল, আদর্শ কিংবা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব, সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনই তার প্রমাণ।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, নিষিদ্ধ সংগঠনগুলোর যেকোনো অপতৎপরতা দমন করতে হবে এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের মানবিক গুণাবলি অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডিএমপির আধুনিকায়ন অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ভিডিও প্রসিকিউশন কার্যক্রম চালু করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য ছিনতাইপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনগুলোর সহায়তাকারী ও অর্থদাতাদেরও আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: ৯ জেলায় বন্যার আশঙ্কা, বিশেষ সতর্কবার্তা
সভায় আগস্ট মাসের অপরাধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা উপস্থাপন করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। ডাকাতি, দস্যুতা, খুন, নারী ও শিশু নির্যাতন, সড়ক দুর্ঘটনা, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলার তথ্য আলোচনায় উঠে আসে।
বিজ্ঞাপন
এসময় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমে সফল ভূমিকা রাখা ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন