Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আরও জোরদার করতে চান প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১:০০
22Shares
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আরও জোরদার করতে চান প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, "আমরা আপনাদের সমর্থনের জন্য কৃতজ্ঞ। সাম্প্রতিক অগ্রগতি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।"

তিনি গত ৩১ জুলাই ইউএসটিআরের নেওয়া সিদ্ধান্তের উল্লেখ করেন, যেখানে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। ইউনূস এই পদক্ষেপকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেন।

বিজ্ঞাপন

বৈঠকে বাণিজ্য ঘাটতি হ্রাসের কৌশল এবং তুলা ও সয়াবিনসহ যুক্তরাষ্ট্রের কৃষিজ পণ্য আমদানির ওপর গুরুত্ব দেওয়া হয়। একইসঙ্গে এলপিজি সরবরাহ, সিভিল এয়ারক্রাফট কেনা, মাদক নিয়ন্ত্রণ সহযোগিতা এবং রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও আলোচনা হয়।

ড. ইউনূস জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে আগ্রহী। এতে শুল্ক ছাড়ের সুযোগ আরও প্রসারিত হবে এবং দুই দেশের মধ্যে টেকসই ও লাভজনক অংশীদারত্ব গড়ে উঠবে।

বিজ্ঞাপন

তিনি দ্রুত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির খসড়া সই হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং বলেন, "আমাদের স্বার্থ যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এ প্রক্রিয়া সহজ ও আশাব্যঞ্জকভাবে এগোচ্ছে।"

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১১ দফা শ্রম কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন এবং আন্তর্জাতিক শ্রমমান ও ন্যায্য বাণিজ্য অনুশীলন বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী দিনে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়বে এবং স্বল্পসুদে ঋণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের বাজারে আরও সুযোগ উন্মুক্ত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করবে বলে ইউএসটিআর প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন ড. ইউনূস।

বৈঠকে ব্রেন্ডন লিঞ্চ বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, "এ বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক থেকে যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা আলোচনাকে সহজ ও ফলপ্রসূ করেছে। আপনারা একটি কার্যকর ও দক্ষ আলোচক দল পাঠিয়েছিলেন।"

বিজ্ঞাপন

পাশাপাশি তিনি শুল্কচুক্তি ও ক্রয় প্রতিশ্রুতি সময়মতো বাস্তবায়নের ওপর জোর দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউএসটিআর দক্ষিণ এশিয়া পরিচালক এমিলি অ্যাশবি, এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদ, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD