Logo

ভারতে যাচ্ছে ১২০০ মেট্রিকটন ইলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৪৬
34Shares
ভারতে যাচ্ছে ১২০০ মেট্রিকটন ইলিশ
ছবি: সংগৃহীত

এ বছর ভারতের জন্য ১২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সৌজন্য বোধ ও বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এই ইলিশ পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, গত বছরের তুলনায় এ পরিমাণ অর্ধেকেরও কম।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, নারী কৃষক, স্থানীয় এনজিও প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ফরিদা আখতার বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সৌজন্যমূলক এই রপ্তানি হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১ হাজার মেট্রিকটন ইলিশ পাঠানো হবে।

তিনি আরও জানান, এ বছর জাটকা নিধনের কারণে ইলিশ উৎপাদন কিছুটা কমেছে, যার প্রভাব বাজারে পড়েছে। এ অবস্থায় সাধারণ ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সরকারিভাবে কিছু এলাকায় ইলিশ বিক্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সভায় কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD