Logo

১২ তরুণ পেলেন প্রধান উপদেষ্টার হাত থেকে ইয়্যুথ অ্যাওয়ার্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০৩
19Shares
১২ তরুণ পেলেন প্রধান উপদেষ্টার হাত থেকে ইয়্যুথ অ্যাওয়ার্ড
ছবি: সংগৃহীত

দেশ গঠনে অসাধারণ অবদান রাখায় ১২ জন তরুণকে ইয়্যুথ অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

পুরস্কারপ্রাপ্তদের পাঁচটি ক্যাটাগরিতে বাছাই করা হয়। যুব উন্নয়ন ও কর্মসংস্থান ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কাচ খান এবং নোয়াখালীর মো. জাকির হোসেন। শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি উন্নয়ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি পেয়েছেন ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ এবং গাইবান্ধার মো. শাহাদৎ হোসেন।

বিজ্ঞাপন

দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন পাবনার মো. দ্বীপ মাহবুব এবং রাজশাহীর হাসান শেখ। আদর্শ সেবা ও সমাজকল্যাণে অবদান রাখায় সম্মানিত হয়েছেন লালমনিরহাটের মো. জামাল হোসেন, কক্সবাজারের নুরুল আবছার এবং রাজশাহীর মো. মুহিন (মোহনা) জেষ্ঠ।

অন্যদিকে ক্রীড়া, কলা ও সংস্কৃতি ক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কার পেয়েছেন সাতক্ষীরার আফঈদা খন্দকার এবং বান্দরবানের উছাই মং মার্মা (ধুংরী হেডমন)। প্রতিটি পুরস্কারের সঙ্গে দেওয়া হয়েছে নগদ এক লাখ টাকা বা সমমূল্যের প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট।

বিজ্ঞাপন

এর আগে, রবিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম জানান, ‘যুব কল্যাণ তহবিল আইন, ২০১৬’ অনুযায়ী সামাজিক ক্ষেত্রে অবদান রাখা তরুণদের এই পাঁচটি ক্যাটাগরিতে বাছাই করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস এসময় পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের তরুণ প্রজন্ম বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রাখছে, তা নতুন বাংলাদেশ গঠনে অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD