Logo

পূজায় ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৩২
35Shares
পূজায় ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে টানা নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম ঘুরে তিনি বলেন, এবারের পূজার আয়োজন অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।

জাহাঙ্গীর আলম জানান, “দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। এর মর্যাদা রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। প্রতিটি মণ্ডপেই সিসিটিভি ক্যামেরা ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।”

তিনি আরও বলেন, পূজা কমিটির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, উৎসব শুরুর সঙ্গে সঙ্গে টানা ২৪ ঘণ্টা নিরাপত্তা থাকবে। ২৪ সেপ্টেম্বর থেকে আনসার বাহিনীর সদস্যরাও দায়িত্বে যোগ দেবেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা পূজামণ্ডপগুলোকে সহায়তা হিসেবে প্রায় ৩২ লাখ টাকা এবং প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দের কথাও জানান।

পরিদর্শনকালে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD