Logo

সরকার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতিতে: প্রধান উপদেষ্টা

profile picture
বিশেষ প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪০
12Shares
সরকার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতিতে: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত ও ভারতের রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচনের জন্য দেশ প্রস্তুত। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে।”

বৈঠকে সার্জিও গোর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

দুই পক্ষের আলোচনায় বাণিজ্য সম্প্রসারণ, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা জোরদার, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট সমাধান এবং ভুয়া তথ্য মোকাবিলাসহ নানা আঞ্চলিক ও দ্বিপাক্ষিক ইস্যু উঠে আসে।

অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। জবাবে মার্কিন কর্মকর্তারা জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি সার্ককে সক্রিয় করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং বলেন, দীর্ঘ সময় ধরে এ আঞ্চলিক সংগঠন কোনো শীর্ষ সম্মেলন আয়োজন করতে পারেনি। পাশাপাশি বাংলাদেশ আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, “আঞ্চলিক সহযোগিতা জোরদার হলে আমাদের প্রবৃদ্ধি আরও দ্রুত হবে।”

বৈঠকের শেষে তিনি সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD