Logo

তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তুলতে প্রধান উপদেষ্টার আহ্বান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৫
9Shares
তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তুলতে প্রধান উপদেষ্টার আহ্বান
ছবি: সংগৃহীত

বিশ্বকে নতুনভাবে গড়ে তুলতে তরুণদের এগিয়ে এসে ‘থ্রি-জিরো ক্লাব’ তৈরি করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে মূল বক্তব্য উপস্থাপনকালে তিনি এই বার্তা দেন।

ড. ইউনূস বলেন, পৃথিবীকে এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যেতে হবে যেখানে থাকবে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ (দারিদ্র্যহীন সমাজ) এবং শূন্য বেকারত্ব। তার সঙ্গে তিনি শূন্য বর্জ্য (জিরো ওয়েস্ট) ধারণাটিকেও সমান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি জানান, এগুলো কোনো কল্পনা নয়, বরং ইতোমধ্যেই বাস্তবে পরিণত হচ্ছে।

তার মতে, একজন ‘থ্রি-জিরো মানুষ’ প্রতিজ্ঞাবদ্ধ থাকেন টেকসই জীবনযাপন, বর্জ্য কমানো, সামাজিক উদ্যোগ গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তন, বৈষম্য ও বেকারত্বে অবদান না রাখার বিষয়ে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “যত বেশি মানুষ এই উদ্যোগে যোগ দেবে, তত দ্রুত ‘থ্রি-জিরো পরিবার’, ‘থ্রি-জিরো গ্রাম’, ‘থ্রি-জিরো শহর’ গড়ে উঠবে—অবশেষে আমরা পৌঁছে যাবো একটি ‘থ্রি-জিরো বিশ্বে’। এটি ছোট পদক্ষেপে শুরু হলেও সম্মিলিত প্রয়াসে বিশ্বকে বদলে দিতে সক্ষম।”

ড. ইউনূস বিশ্বাস করেন, জাতিসংঘের এই ধরনের বৈঠক কেবল আলোচনা নয়, বরং অনুপ্রেরণার ক্ষেত্র হয়ে উঠতে পারে। তিনি বলেন, “যদি আমরা ঐক্যবদ্ধ হই—তরুণদের শক্তি, সামাজিক ব্যবসার মডেল এবং প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাই—তাহলে সবচেয়ে কঠিন বৈশ্বিক সংকটও আমরা কাটিয়ে উঠতে পারব।”

শেষে তিনি তরুণদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা এমন এক নতুন পৃথিবীর স্থপতি হই, যা হবে ন্যায়, টেকসই উন্নয়ন আর আশার ভিত্তিতে গড়ে তোলা। যেখানে আমাদের সম্মিলিত স্বপ্ন মানবতার জন্য নতুন ভোর নিয়ে আসবে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD